Electromagnetics and Antenna Lab Updates

Electromagnetics and Antenna Lab এর যাত্রা শুরু হয় ২০২৫ এর এপ্রিল মাসে এবং এখন পর্যন্ত প্রায় ১০-১৫ টি পেপারের উপর কাজ চলছে পুরোদমে।
আমাদের লক্ষ্য ছিল অ্যান্টেনা, মেটাম্যাটেরিয়াল গবেষণাকে আরও এগিয়ে নেওয়া যা ক্রমে 4G, 5G এবং 6G সহায়ক বেসিক ও MIMO অ্যান্টেনা ডিজাইন প্রজেক্টে রুপ নেয়। আমাদের এই ল্যাবে জয়েন করা Researcher দের ডেডিকেশনের মাধ্যমে এই ল্যাব ধীরে ধীরে পাব্লিকেশনের দিকে এগোতে থাকে।
আমাদের গবেশনা শুধু অ্যান্টেনা ডিজাইনেই থেমে থাকেনি। অ্যান্টেনার সাথে বায়োমেডিকেল অ্যাপ্লিকেশন ও Machine Learning (ML) ইন্টিগ্রেশনের মাধ্যমে কার্যকর ও দ্রুত optimisation রিসার্চে অন্য মাত্রা যোগ করে।
আমাদের পরিশ্রম ফল দিতে শুরু করে। আন্তর্জাতিক কনফারেন্সে ৩টি Research Paper publish হয়, আর ৬টি research paper submit করা হয়।
ল্যাবে এখন একসাথে চলছে কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা:
• Beamforming Technology – সিগন্যালকে নির্দিষ্ট দিকে ফোকাস করা
• Radar Applications – নিরাপত্তা, পরিবহন ও প্রতিরক্ষার জন্য নতুন সম্ভাবনা
• Advanced Antenna Structures – 6G ও তার পরবর্তী প্রজন্মের যোগাযোগ প্রযুক্তির জন্য
আমাদের সামনে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় কাজ—
Reconfigurable MIMO Antenna for 5G and 6G RADAR application (ML-assisted)।
এটি আগামী প্রজন্মের যোগাযোগ প্রযুক্তিকে এক ধাপ এগিয়ে নেবে।
এই upcoming research গুলো খুব দ্রুত শুরু হয়ে ৫-১০ জন research fellow নিয়ে ১-২ টি গ্রুপ নিয়ে চলবে। প্রায় ৪ মাসব্যাপী এই Research work এ তারা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা, সিমুলেশন ও বাস্তব পরীক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করবে এবং হয়ে উঠতে পারবে Researcher. একই সাথে Successfully lab শেষ করে অবশ্যই Research Paper এর অথরশীপ পাবে।
Responses